অনেক আগে থেকেই তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার বদলা নিতে ফুঁসছিল ইজরায়েল। পালটা আক্রমণের প্রস্তুতি চলছিল। অবশেষে শনিবার ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে একশো এফ-৩৫আই জেটের সাহায্যে হামলা চালাল তেল আভিভ। ইজরায়েলি সংবাদমাধ্যমের সূত্রানুসারে, তিন দফায় হামলা চালিয়েছিল নেতানিয়াহুর দেশ। এই পরিস্থিতিতে আমেরিকা পরিষ্কার করে দিল, যদি এই হামলার জবাব দেয় ইরান, তাহলে ইজরায়েলের পাশেই থাকবে হোয়াইট হাউস।হোয়াইট হাউসের এক সিনিয়র আধিকারিকের দাবি,"আমরা ইরানকে পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদের তরফে কোনও রকমের প্রত্যুত্তর ইজরায়েলের প্রতিরক্ষায় বাধ্য করবে আমেরিকাকে।" সেই সঙ্গেই বাইডেন প্রশাসনের ওই প্রতিনিধি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইজরায়েলের হামলা আসলে সমানুপাতিক ও নির্দিষ্ট লক্ষ্যে। এবং তা দুই দেশের মধ্যে আগুন বিনিময়ে সমাপ্তি আনবে। এবং এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ, সবরকমের যোগাযোগে তারা আগ্রহী।। উল্লেখ্য, ১০০ যুদ্ধবিমান নিয়ে ইরানের সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। তবে এই হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। হামলার কথা ঘোষণা করে আইডিএফ বিবৃতি জানায়, 'আমরা ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছি।' তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতেই যে আক্রমণ শানিয়েছে তারা তা স্পষ্ট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন