টিম ইন্ডিয়ার ধারাবাহিক ব্যর্থতা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও ফ্লপ শো ভারতের তারকা ব্যাটিং লাইন আপের। স্লো টার্নার পিচের ফাঁদে পড়ে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ১৫৬ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও সেই ব্যাটিং ধরাশায়ী হওয়ার ধারা বজায় রইল। ১১৩ রানে হারল ভারত। এদিন ২৪৫ রানে অল আউট হয়ে গেল।
ফের একবার ব্যর্থ বিরাট কোহলি, রোহিত শর্মারা। তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল একমাত্র ব্যতিক্রম – তিনি ৭৭ রান করে। প্রথম ইনিংসে অধিনায়ক রোহিত শর্মা ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮ রান করেন।
বিরাট কোহলি প্রথম ইনিংসে ১ রান করার পর এদিন ১৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ফ্লপ শো শূন্য রান করেন ঋষভ পন্থ। এভাবে ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার জেরে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও হারের মুখোমুখি হল টিম ইন্ডিয়া।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন