বৃহস্পতিবার ৪৬ রানে অলআউটের ব্যর্থতা সামলে আর ঘুরে দাঁড়াতে পারল না রোহিত বাহিনী। প্রথম দিনেই ১৮০ রান তুলেছিল কিউয়িরা। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ডেভন কনওয়ের। তবে দ্বিতীয় দিনে দুরন্ত ব্যাটিং করেন ভারতীয় বংশোদ্ভূত রাচীন রবীন্দ্র। ১৩৪ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষ দিকে এসে আগ্রাসী ইনিংস খেলেন টিম সাউদি। ৬৫ রান করেন মাত্র ৭৩ বলে। তবে এই তিনজন ছাড়া কিউয়ি ব্যাটারদের মধ্যে কেউ সেভাবে রান পাননি। তবে শেষ পর্যন্ত ৪০২ রানের পাহাড় গড়ে থামে নিউজিল্যান্ড। ভারতের মাটিতে খেলতে এসে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে কখনও তিনশো বা তার বেশি রানের লিড নিতে পারেনি কিউয়ি ব্রিগেড। বেঙ্গালুরু টেস্টে নতুন কীর্তি গড়ে ফেলল নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক তিনটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। জোড়া উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন এবং বুমরাহ। প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে ভারত। সেই রান টপকাতে পারবেন রোহিতরা?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন