কানপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করেছে রোহিতের ভারত। এদিন রোহিত শর্মারা ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলেছেন। ২০৮ বল খেলে এই রান করেছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে খেলে ভারতীয় দল ভেঙে দিয়েছে টেস্ট ক্রিকেটের একাধিক রেকর্ড। সব মিলিয়ে এদিন বেশকিছু রেকর্ড করেছে ভারত। তার মধ্যে বিশ্বরেকর্ড ৯ টি।
রোহিত এবং যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি সোমবার ৩ ওভারে তুলেছে ৫১ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনও দল এত কম বলে ৫০ রান করতে পারেনি।
টেস্টের ইতিহাসে দ্রুততম ২৫০ রান তোলারও নজির গড়ল ভারত। ৩০.১ ওভারে ভারত করে ৫ উইকেটে ২৫০। শেষ পর্যন্ত ২৮৫ রানে থামে ভারত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন