টেস্টের পর বাংলাদেশকে টি২০ আন্তর্জাতিকেও হোয়াইটওয়াশ করতে চলেছে ভারত। হায়দরাবাদের উপ্পলে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৯৮ রানের টার্গেট দিল ভারত।
বাংলাদেশে এদিন শুরুটা খুব খারাপ করে। মায়াঙ্ক যাদবের প্রথম বলেই রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পারভেজ় ইমন। প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে তানজিদের ক্যাচ ফেলেন ওয়াশিংটন সুন্দর। তবে বদলা নেন চতুর্থ ওভারে বল করতে এসে। প্রথম বলেই তুলে নেন তানজিদকে। লিটন অবশ্য লড়াই ছাড়েননি। নীতীশ রেড্ডির প্রথম ওভারে পাঁচটি চার মারেন।
বাংলাদেশের হয়ে দীর্ঘ ক্ষণ লড়াই করার চেষ্টা করেন লিটন এবং তৌহিদ হৃদয়। ধীরে হলেও যতটা সম্ভব খারাপ বল কাজে লাগিয়ে রান তোলার চেষ্টা করছিলেন। রবি বিষ্ণোইয়ের বলে লিটন (৪২) ফিরতেই বাংলাদেশের আশা কার্যত শেষ হয়ে যায়। জীবনের শেষ টি-টোয়েন্টি ইনিংসে আট রান করলেন মাহমুদুল্লা।
এক প্রান্তে একাই লড়ে গেলেন তৌহিদ। চাপের মুখেও তাঁর বেশ কিছু শট নজর কাড়ল। তবে দলকে জেতানোর জন্য কখনওই তা যথেষ্ট ছিল না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন