মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের জয়ে ফিরল ভারত। পাকিস্তানকে হারিয়ে নক আউটের লড়াইয়ে টিকে থাকলেন হরমনপ্রীত কউরেরা। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ধাক্কা খাওয়ার পর এই ম্যাচে জয় ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথমে ব্যাট করে ১০৫ রান করে পাকিস্তান। রান তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত জেতে ভারত। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট বজায় থাকল। এই ম্যাচ মিলিয়ে দু'দল মোট ১৬ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৩ বার। পাকিস্তান ৩ বার।
. দুবাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। কিন্তু শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। প্রথম ওভারেই গুল ফিরোজাকে শূন্য রানে আউট করেন রেণুকা সিংহ ঠাকুর। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলতে পারছিলেন না পাক ব্যাটারেরা। শেষ পর্যন্ত পাকিস্তানের রান দাঁড়ায় ১০৫। পরে ভারত ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতে ৬ উইকেট ম্যাচ জিতে যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন