আজ ধর্মতলায় ডিসি সেন্ট্রালকে ঘিরে বিক্ষোভ, ‘হায় হায়- গো ব্যাক’ স্লোগান। যান চলাভল নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষোভের মুখে কলকাতা পুলিশ। ধর্মতলার যানজট পরিস্থিতি দেখতে এসেছিলেন ডিসি সেন্ট্রাল, তাঁকে দেখেই ধিক্কার 'দ্রোহে' শামিল জনতার, ধর্মতলা কে সি দাসের সামনে ডিসি সেন্ট্রাল-কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ডিসি সেন্ট্রালকে ঘিরে রেখেছে পুলিশ ফোর্স।
আজ,মঙ্গলবার অনন্য দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। জোড়া কার্নিভাল। একটি রেড রোডে পুজোর কার্নিভাল। অন্যটি সেখান থেকে অনতিদূরে ‘'দ্রোহের কার্নিভাল'। রানি রাসমণি রোডে বিকাল সাড়ে চারটে থেকে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে 'জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স'। পুজোর কার্নিভালের মাঝেই ধর্মতলায় প্রতিবাদের কার্নিভালে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভিড়। যেদিকে চোখ যায় জনস্রোত। দলে দলে মানুষ যোগ দিচ্ছেন মানববন্ধনে। প্রায় সকলেরই হাতে রয়েছে প্ল্যাকার্ড। মুখে একটাই স্লোগান, ‘জাস্টিস ফর আরজি কর’।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন