স্বাস্থ্য ভবনে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক এবারও ব্যর্থ হল। বৈঠক শেষে স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তারেরা। কেউ ক্ষোভে ফেটে পড়লেন, কেউ কেঁদেই ফেললেন! তাঁদের বক্তব্য, প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠক থেকে তাঁরা কোনও সদর্থক বার্তা পাননি। শুধু সময় নষ্ট হয়েছে। বৈঠক থেকে কোনও সমাধানসূত্র না মেলায় জুনিয়র ডাক্তারেরা বুঝিয়ে দিলেন, তাঁদের আমরণ অনশন চলবেই। জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার বলেন, "সরকারের এতটা অনমনীয়তা আমরা আশা করিনি। শুধুই সময় নষ্ট করা হয়েছে। নিষ্ফলা বৈঠক। কোনও সদর্থক পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, তাই আমরা আন্দোলনে। একটাও সদর্থক উত্তর পাব না ভাবিনি।" বলতে বলতে প্রায় কেঁদেই ফেলেন দেবাশিস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন