আবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে থানায় দায়ের হল গুরুতর অভিযোগ। বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূলের বেশ কয়েক জন কর্মী-সমর্থক। অভিযোগ, ফেরিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নাম করে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন হুমায়ুন। সেই সঙ্গে বিধায়কের তরফে দেওয়া ব্যাঙ্কের চেক বাউন্স করেছে বলে অভিযোগ। যদিও বিধায়কের দাবি, তাঁর বিরুদ্ধে দলেরই একাংশ ষড়যন্ত্র করেছেন। আইনি পথেই এর জবাব দেবেন তিনি। নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে কতবীর আলি শেখ নামে এক অভিযোগকারী বলেন, "ভরতপুরের লোহাদহ ঘাটে লিজ় পাইয়ে দেওয়ার নাম করে বিধায়ক হুমায়ুন কবীর লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। তবে লিজ় মেলেনি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে আমাদের যে দুটি চেক (ব্যাঙ্কের) দেওয়া হয়, সেগুলো বাউন্স করে। এটা প্রতারণা।" অভিযোগকারীরা সকলেই ভরতপুর থানার বাসিন্দা বলে জানা গিয়েছে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন হুমায়ুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন