মঙ্গলবার সকালে আচমকা গুলিবিদ্ধ হন গোবিন্দ। নিজের বন্দুক থেকেই অতর্কিতে গুলি চলে বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। তড়িঘ়ড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
মঙ্গলবার কলকাতায় আসার কথা ছিল অভিনেতার। সকালে বিমানবন্দরে রওনা দেওয়ার আগে আনুমানিক ভোর ৪.৪৫ মিনিটে অঘটন ঘটে। বছর ষাটেকের এই অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে সেটি দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায়। গুলি ছুটে এসে লাগে পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দ। তবে এখন ভাল আছেন বলে হসপিটাল সূত্রে খবর পাওয়া গিয়েছে। একটি অডিয়োবার্তা দিয়ে বলেন, "হ্যাঁ আমার গুলি লেগেছিল। সেই গুলি বের করা হয়েছে। আমার পরিবার, আমার মা-বাবার আশীর্বাদের যে গুলিটা লেগেছিল বেরিয়ে গিয়েছে। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন