প্রয়াত বাংলা সিনেমা ও দূরদর্শনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব দেবরাজ রায়। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই ডিল্পীর। গত কয়েকমাস ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে।
তিনি আরও জানাচ্ছেন, মাসখানেক আগে একবার দেবরাজের সেরিব্রাল অ্যাটাক হয়। ছিল কিডনির সমস্যাও। সুস্থ হয়ে ওঠার পথেই ভাঙে কোমরের হাড়। সেই সঙ্গে চলছিল ডায়ালিসিস। স্ত্রী অনুরাধা প্রাণপণ চেষ্টা করেছেন। কিন্তু সব প্রয়াস থেমে গেল বৃহস্পতিবাসরীয় সন্ধ্যায়। মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে অনন্তের পথে পাড়ি দিলেন বর্ষীয়ান শিল্পী। দেবরাজ রায়ের মতো খ্যাতনামা শিল্পীর প্রয়াণে শোকের ছায়া বিনোদন ও সাংস্কৃতিক জগতে। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতো বিশ্ববন্দিত পরিচালকের ছবিতে কাজ করেছিলেন দেবরাজ। খুব অল্প বয়সে ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে নায়ক সিদ্ধার্থর ছোটভাই টুনুর চরিত্রে তাঁর সপ্রতিভ অভিনয় নজর কেড়েছিল চলচ্চিত্রপ্রেমীদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন