আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের তুলনা দেবাংশু ভট্টাচার্যের। য়িনি বললেন, "মানুষ মারাকে যদি প্রতিবাদের অস্ত্র হয়, তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ আমার চোখে পড়ছে না।" এই বক্তব্যকে কেন্দ্র করে দানা বেঁধেছে বিতর্ক।
রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ছিল। সেখানে দেবাংশু ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হন। আর জি কর কাণ্ড নিয়ে সেখানেই মুখ খোলেন তিনি। বলেন, "আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ দেখছি না। মাওবাদীরা বলে, আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য। জুনিয়র ডাক্তাররা বলছে, আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ রেখে মানুষ মারব।" দেবাংশুর ব্যাখ্যা, "ডাক্তারদের এই হুমকির মানে কী? এর অর্থ আমাদের আবদার না মানা হলে আমরা মানুষ মারা শুরু করব। চিকিৎসা বন্ধ রাখা মানেই মানুষ মারা। মানুষ মারাকে যদি প্রতিবাদের অস্ত্র হিসাবে গ্রহণ করে তাহলে আমি জুনিয়র ডাক্তার বাবুদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ দেখছি না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন