আইএসএফ- এর সঙ্গে জোট ভেস্তে গিয়েছে অনেক আগেই। প্রদেশ কংগ্রেসের তরফেও এখনও কোনও জোট বার্তা আসেনি। এমন আবহে এবার সিপিআইএম লিবারেশন সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করল সিপিএম নেতৃত্ব। সব ঠিক থাকলে উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটির আসনটিও তাদের ছাড়া হতে পারে। ২০ তারিখ পরবর্তী বামফ্রন্টের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরিস্থিতিতে কংগ্রেসের জন্য অপেক্ষা না করে বামফ্রন্টের বৈঠকে ঠিক হয়েছে, একটি করে আসনে লড়াই করবে শরিক দল। বাকি তিনটে আসনে লড়াই করবে সিপিএম। তবে ইতিমধ্যেই সিপিআইএম লিবারেশন -এর সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে। নৈহাটি আসনটিতে লড়তে তারা আগ্রহী। উত্তর চব্বিশ পরগণা জেলা নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা শুরু করেছেন সিপিএমের রাজ্য নেতারা। জেলার তরফে আপত্তি না হলে, লিবারেশন কে এই আসনটি ছাড়া হতে পারে। পরবর্তী বামফ্রন্টের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। বৈঠকে ঠিক হয়েছে এই দুদিনের মধ্যে কংগ্রেসের তরফে কোনও বার্তা আসলে ভাল, না হলে বামফ্রন্ট তাদের নিজেদের মতো করে লড়াই করবে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, জেলা নেতাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পরেই এই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জেলার কর্মীরা যেমন চাইবেন তেমনই হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন