অবসরগ্রহণের আগে রীতি মেনে নিজের উত্তরসূরির নাম প্রস্তাব করলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কেন্দ্রীয় আইন মন্ত্রককে চিঠি দিয়ে তিনি দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সঞ্জীব খন্নার নাম প্রস্তাব করেছেন বলে জানা গিয়েছে।
সাধারণত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরগ্রহণ করলে শীর্ষ আদালতের প্রবীণতম বিচারপতি প্রধান বিচারপতি হন। কিন্তু বিদায়ী প্রধান বিচারপতি উত্তরসূরির নাম জানিয়ে কেন্দ্রকে চিঠি দেবেন, এটাই দস্তুর। গত সপ্তাহেই কেন্দ্রীয় আইন মন্ত্রক প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করার আর্জি জানিয়েছিল। এবার চিঠি দিয়ে বিচারপতি সঞ্জীব খন্নার নাম জানিয়ে দিলেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন