৩২২ বলে ৩১৭ রানের ঝকঝকে ইনিংস। ঝোড়ো ব্যাটিং করে হইচই ফেলে দিলেন হ্যারি ব্রুক। কেবল পাকিস্তানের বোলিং লাইন আপই নয়, ব্রুকের তাণ্ডবে ভাঙল বীরেন্দ্র শেহওয়াগের ২০ বছর আগের রেকর্ডও। আরেক ইংরেজ ব্যাটার জো রুটও ডবল সেঞ্চুরি হাঁকালেন এই ম্যাচেই। ২০ হাজার রানের গণ্ডিও পেরিয়ে গেলেন রুট। কয়েকদিন আগে বাংলাদেশের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয়েছে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও হতশ্রী দশা পাকিস্তানের। ৫৫৬ রান তুললেও পালটা ৮২৩ রান তুলে দিয়েছেন জো রুটরা। মুলতান টেস্টে একের পর এক রেকর্ড গড়েছে ইংল্যান্ড। তার মূল কারিগর হলেন তরুণ তারকা হ্যারি ব্রুক। আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ভাঙলেন ২০ বছরের পুরনো শেহওয়াগের রেকর্ড।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন