ট্রেন ধরার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটল মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে। জানা গিয়েছে, পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার ৫টা ৫৬ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। বান্দ্রা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরতে গিয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বান্দ্রা-গোরক্ষপুর এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গেই যাত্রীরা এক সঙ্গে ট্রেনে ওঠার চেষ্টা করেন। তাতেই এমন ঘটনা ঘটে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন