সিরিজ শুরুর আগে দলে ছিলেন না। প্রথম টেস্টে হারতেই তাঁকে সেরা ১১ তে সুযোগ দেওয়া হল। শেষ টেস্ট খেলেছিলেন তিন বছর আগে। সেই ওয়াশিংটন সুন্দর টেস্ট খেলার সুযোগ পেয়েই নিলেন সাত-সাতটা উইকেট। নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস শেষ ২৫৯ রানে। দিনের শেষে ভারত ১৬/১।
প্রথম টেস্টের পর অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নিয়েছিলেন তাঁর পিচ বুঝতে ভুল হয়েছিল। সেটার খেসারত দিতে হয়েছিল ভারতকে। টস জিতে ভুল সিদ্ধান্ত থেকে ভুল দল নির্বাচন। রোহিত একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে অন্তত পিচ বুঝতে ভুল করেননি তিনি। রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়েছেন। দু’জনেই ডানহাতি অফ স্পিনার। বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে দু’জনেই সফল। নিউ জ়িল্যান্ড দলে বাঁহাতি ব্যাটারের প্রাধান্য রয়েছে। সেই কারণেই একসঙ্গে খেলিয়ে দেওয়া হয় অশ্বিন এবং ওয়াশিংটনকে। হতাশ করেননি তাঁরা। সাতটি উইকেট তুলে নিলেন ওয়াশিংটন। তিনটি অশ্বিনের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন