আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হয়ে মুখ্যমন্ত্রী অথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। তাঁর আর্জি, দুপক্ষ আলোচনায় বসে ১০ দফা দাবির সমাধান করা হোক। সোমবার খোলা চিঠি দিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বামফ্রন্টের এই দাবি নিয়ে পালটা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। চিঠিতে লেখা হয়েছে, '৫ অগস্ট থেকে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন শুরু হয়েছে। তাঁরা জল ছাড়া কিছু খাচ্ছেন না। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারদের পরিবারের দুশ্চিন্তা বাড়ছে। কিন্তু আপনি নির্বিকার।' সঙ্গে আরও লেখা হয়েছে, দ্রুত বৈঠক করে সমাধানসূত্রে খুঁজে বের করতে হবে। তা না হলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। যদিও এই আরজিকে তুমুল কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন