টানা ব্যর্থতার জেরেই এবার দল থেকে সরাসরি বাদ পড়তে চলেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সম্ভবত দেখা যাবে না বাবরকে। প্রথম টেস্টে মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে হার হজম করতে হয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। শনিবার মুলতানে পাকিস্তানের প্রথম টেস্টে হার নিয়ে বৈঠক বসেছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি। সেখানেই বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েভহে। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে কোনও টেস্টে একটি অর্ধ শতরানও করতে পারেননি বাবর। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ যদিও প্রকাশ্যে বাবর আজমের পাশে দাঁড়িয়েছিলেন, সেই সঙ্গে বাবরকে পাকিস্তানের সেরা ব্যাটার বলেছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন