প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় (এইচসিএ) আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে সমন পাঠিয়েছে ইডি। এমন খবর পাওয়া গিয়েছে ইডি সূত্রে। হায়দরাবাদের ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেসের প্রাক্তন সাংসদকে।
. অতীতে এইচসিএ-র সভাপতি ছিলেন আজহার। সেই সময়ে তিনি সংস্থার তহবিলের টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রথম বার তাঁকে সমন পাঠাল ইডি। বৃহস্পতিবারই তাঁকে হাজির হতে বলা হয়েছে। প্রায় ২০ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে আজহারের বিরুদ্ধে। ডিজেল জেনারেটর, অগ্নিনির্বাপণ যন্ত্র কেনা এবং উপ্পলের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের ক্যানোপি কেনার জন্য ওই টাকা বরাদ্দ ছিল। সেই টাকারই হদিশ নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন