যুব এশিয়া কাপে অপ্রতিরোধ্য ভারত। এই নিয়ে টানা তিন ম্যাচ জিতে নিল মেন ইন ব্লু। জয়ের হ্যাটট্রিক করে যুব এশিয়া কাপের সেমিফাইনালে চলে গেলেন তিলক বর্মারা। উল্লেখ্য, গতবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠেও হারতে হয়েছিল ভারতকে। এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া তিলক বর্মরা।টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে কার্যত উড়িয়ে দেন অভিষেক শর্মারা। টানা দুই ম্যাচ জিতে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ভারত। বুধবারের ম্যাচ ছিল স্রেফ নিয়মরক্ষার। তবে সেই ম্যাচেও ওমানকে হারিয়ে দিল ভারত। আগামী শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবেন তিলকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন