ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যুবদের এশিয়া কাপের পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ
জয় পেল ভারত। ওমানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রুদ্ধশ্বাস জয় পেলেন তিলক বর্মারা। পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে ৭ রানে জয় পেল ভারত এ। এই ম্যাচের নায়ক তরুণ পেসার অংশুল কাম্বোজ। উল্লেখ্য, গতবার এই প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তানের কাছেই হেরেছিল ভারত। ফলে এদিন মধুর প্রতিশোধ নিলেন তিলকরা।
এদিন টেস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক তিলক। শুরুতেই ব্যাট হাতে আগুন ছোটান অভিষেক শর্মা ও প্রভসিমরন সিং। অভিষেক করেন ২২ বলে ৩৫, অন্যদিকে প্রভসিমরন করেন ১৯ বলে ৩৬। তার পর ম্যাচের রাশ করেন অধিনায়ক তিলক ও নেহাল ওয়াধেরা। প্রথম দিকে একটু সময় নিলেও পরে চার-ছক্কা হাঁকানো শুরু করেন তিলক। তিনি করেন ৪৪ রান। পরের দিকে আর সেভাবে রান না উঠলেও ১১ বলে ১৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান কেকেআরের ব্যাটার রমনদীপ সিং। ভারতের রান ওঠে ৮ উইকেট হারিয়ে ১৮৩। হাতে শু
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন