বেশ কয়েক বছর আগে টলিউডের অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন অরিত্র দত্ত বণিক। মহাগুরুর সঙ্গে তাঁর খুনসুটি, দেব-জিতের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় এখনও মনে রেখেছে দর্শক। যদিও এখন অভিনয় থেকে দূরে, বরং সোশ্যাল মিডিয়াতেই তাঁর উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ার মতন। যদিও টলিউড থেকে নিজেকে সরিয়ে নেননি অরিত্র। বরং ক্যামেরার পিছনে কাজ করেন তিনি।
সামজ, রাজনীতি নিয়ে থেকে দেশের আইন ব্য়বস্থা- সবকিছু নিয়েই ফেসবুকে খোলা মনে মতামত রাখেন অরিত্র। আরজি কর ধর্ষণ নিয়েও বেশ চাঁচাছোলা ভাষায় শাসক শিবিরকে আক্রমণ শাণিয়েছেন অরিত্র। সেই কারণেই কি এবার আক্রান্ত অরিত্রর পরিবার? এদিন ফেসবুক পোস্টে অরিত্র জানান, তিনি বিজেপি করেন, এহেন অভিযোগ এনে তাঁর অনুপস্থিতিতে তাঁর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী।
অরিত্র লেখেন, 'আমি নাকি বিজেপি করি, তাই আমার অবর্তমানে আক্রমণ করা হলো আমার বাড়ির একটি ঘর, দীর্ঘদিন ধরে ঘরটি দখল করে বসে ছিলো কিছু বে-আইনি পাবলিক। রাতভর মদ্যপান চলতো, শুরু হয়েছিলো সিন্ডিকেট অফিস। কোনো অনুমতি নেই কাগজ নেই শুধু থ্রেট আছে। আমরা উচ্ছেদের মামলা করি মামলায় আমরা জয়ী হই। আদালতের নির্দেশে জবরদখলকারীদের বের করে সেই ঘরের মালিকানা আমাদের দিতে আসে আদালতের বেইলিফ।'
অরিত্র জানান, সেই সময় তাঁর বাড়িতে আইন-আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে হামলা চলে। তাঁর মা-কে হুমকি দেওয়া হয়। তিনি লিখেছেন, 'আদালত অমান্য করে আজ আক্রমণ হলো। আমার মা'কে হুমকি দেওয়া হয়েছে বলা হয়েছে রাতের ঘুম তুলে (কেড়ে) নেওয়া হবে, তৃণমূলের নামে বেপাড়ার গুন্ডাদের উপদ্রব শুরু আমার বাড়িতে। এর পরের উত্তরটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নেবো। অফিস থেকে দ্রুত বাড়ি পৌছে গোটা ঘটনার ভিডিও প্রকাশ করছি। বেপাড়ার পিন্টুর আমার মাকে ধমক দিচ্ছেন তার ভিডিও ক্লিপ। আমার মা ক্রন্দনরত হাতে পায় ধরছেন ক্রিমিনালের।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন