তিন বছরের বন্দিদশা কাটিয়ে এবার পুজো আর বিজয়ায় সম্মিলনীতে উপস্থিতি অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার বীরভূম জেলা তৃণমূলের তরফে মুরারইতে ছিল বিজয়া সম্মিলনী। সেখানে যোগ দিয়ে ছাব্বিশের নির্বাচনের বার্তা দিলেন জেলা তৃণমূলের সভাপতি। গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা উপড়ে ফেলে একসঙ্গে সকলকে লড়াই করতে হবে, এমনই বার্তা দিলেন অনুব্রতমণ্ডল। এর পাশাপাশি, তাঁর সাফ বক্তব্য, মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে অনুব্রত মণ্ডল বলেন, "আমরা কেউ নেতা নই, আমরা সবাই কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কাজ করুন। মানুষের পাশে থাকুন, উন্নয়নের সঙ্গে থাকুন। মারামারি ঝগড়াঝাঁটি করবেন না। এতে ভালো কোনও বার্তা যায় না।"
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, অনুব্রত মণ্ডলের বক্তব্যে আর সেই আগের মতো ঝাঁঝ নেই। আগে কেষ্ট'র বক্তব্য মানেই চটক, নিদান, বিতর্ক, হুঁশিয়ারি, হুমকির সুর থাকত। এখন সেই অনুব্রতর গলায় শোনা গেল 'শান্তির বার্তা'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন