একসঙ্গে ৩৬ জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। এ দিন ছত্তীসগড়ে নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে মাওবাদী দমনে এই বড়সড় সাফল্য আসে বলে জানা গিয়েছে। এ দিন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স যৌখ অভিযান চালায়। বেলা সাড়ে বারোটা নাগাদ জঙ্গলের ভিতরে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়। এখনও দু-পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে বলে খবর। মাওবাদীদের ডেরা থেকে স্বয়ংক্রিয় রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার হয়েছে বলে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন