এবার কংগ্রেসের হয়ে ভোটপ্রচারে বীরেন্দ্র শেহওয়াগ। বুধবার হরিয়ানার ভিওয়ানি জেলার তোশামে কংগ্রেস প্রার্থী অনিরুদ্ধ চৌধুরীর প্রচারসভায় উপস্থিত ছিলেন শেহওয়াগ। তাহলে কি ভিনেশ ফোগাটের পর বীরুও সরাসরি কংগ্রেসে নাম লেখাচ্ছেন? আপাতত সেই সম্ভাবনা না দেখা গেলেও সরাসরি কংগ্রেসের মঞ্চে প্রথমবার দেখা গেল 'নজফগড়ের নবাব'কে।
শেহওয়াগের সঙ্গে কংগ্রেসের মতাদর্শগত ফারাক অতীতে একাধিকবার প্রকাশ্যে এসেছে। একাধিকবার হিন্দুত্ববাদের পক্ষে কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। কিন্তু খানিক চমকপ্রদভাবেই হরিয়ানার ভোটে শেষবেলায় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করতে দেখা গেল তাঁকে। যদিও দল হিসাবে কংগ্রেসের প্রচার তিনি করেননি। তোশাম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অনিরুদ্ধ চৌধুরী তার পরিচিত। সেই প্রার্থীর সমর্থনেই প্রচার করেন বীরু। হরিয়ানায় শেহওয়াগের আলাদা জনপ্রিয়তা আছে। সেটা নিঃসন্দেহে কংগ্রেসের কাজে লাগব বলে মিনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন