ঝালদায় খুন হওয়া কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর রহস্যমৃত্যু। তিনিও কংগ্রেসের কাউন্সিলর ছিলেন। শুক্রবার, মহানবমীর রাতে নিজের বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন পূর্ণিমা কান্দু। পরে স্বাস্থ্যকেন্দ্রের আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উৎসবের মাঝে পূর্ণিমা কান্দুর মৃত্যুর ঘটনায় পুরুলিয়ার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
. পূর্ণিমাদেবী ঝালদা শহরের ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত পৌনে ১১টা নাগাদ ঝালদা শহরের স্টেশন রোডের বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় পূর্ণিমাদেবীকে ঝালদা ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে আসেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো-সহ দলীয় নেতৃত্ব। ঘটনা প্রসঙ্গে নেপাল মাহাতো বলেন, "কী করে মৃত্যু হয়েছে আমিও জানি না। সন্ধে অবধি ভালো ছিল বলেই শুনেছি। ওর ছেলেমেয়েরা বাইরে ছিল। এসে দেখে মারা গিয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে মৃত অবস্থায় আনা হয়েছে বলেই চিকিৎসকরা জানিয়েছেন। তবে কীভাবে মৃত্যু হল, তা নিয়ে ডাক্তারও এখনও নিশ্চিত ভাবে কিছু বলতে পারেন নি। কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। তার পরই আসল কারণ জানা যাবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন