শেষ দিনে অবিশ্বাস্য কিছু হল না। প্রত্যাশামতোই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিল নিউ জিল্যান্ড। আট উইকেটে জিতে ভারতের মাটিতে ৩৬ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেয়েছে তারা। তবে প্রথম টেস্ট হেরে গিয়েও ঘাবড়াতে চাইছেন না অধিনায়ক রোহিত শর্মা। উদাহরণ টেনেছেন ইংল্যান্ড সিরিযের, যেখানে প্রথম টেস্ট হেরেও পরের চারটি টেস্ট জিতেছিল ভারত।
ম্যাচের পর রোহিত বলেছেন,"এ রকম ম্যাচ হতেই পারে। আমরা সামনের দিকে এগিয়ে যাব। ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম ম্যাচে হেরেছিলাম। তার পরে চারটে ম্যাচে জিতেছি। আমরা জানি এই জায়গা থেকে আমাদের প্রত্যেককে ঠিক কী করতে হবে।"
দ্বিতীয় দিনের খেলা শেষেই রোহিত স্বীকার করে নিয়েছিলেন যে পিচ বুঝতে ভুল করেছিলেন। এ দিন জানালেন, ৪৬ অল আউট হয়ে যাবেন স্বপ্নেও ভাবেননি। রোহিতের কথায়, "আগের বারই বলেছিলেন পিচে আঠালো ভাব থাকবে ভেবে আগে ব্যাটিং নিয়েছি। তবে কখনওই ভাবিনি আমরা ৪৬ রানে শেষ হয়ে যাবে। নিউ জ়িল্যান্ড ভাল বল করেছে। আমরা তার উত্তর দিতে পারিনি।"
টেস্ট হারলেও সরফরাজ় খান এবং ঋষভ পন্থের ইন িংস থেকে প্রশংসা করেছেন রোহিত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন