বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন হার্দিক পাণ্ড্য। ব্যাট এবং বল হাতে সাফল্য পেয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। বিশেষ করে হার্দিকের ব্যাটিং এই সিরিজে আলাদা করে নজর কেড়েছে। এমন সাফল্যের জন্য হার্দিক কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকে। আগ্রাসী ক্রিকেট পছন্দ গম্ভীরের। তিনি ক্রিকেটারদের নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী খেলার স্বাধীনতা দিয়েছেন। ফলাফল নিয়ে না ভেবে চেষ্টা করতে বলেছেন। পরীক্ষায় ব্যর্থ হলেও দলে রাখার নিশ্চয়তা দিয়েছেন। কোচের পাশে রয়েছেন অধিনায়ক সূর্যকুমারও। শনিবার ম্যাচের পর সে কথাই শোনা গিয়েছে হার্দিকের মুখে।
ভারতীয় দলের অলরাউন্ডার বলেছেন, 'কোচ এবং অধিনায়ক আমাদের স্বাধীনতা দিয়েছে। দলের সকলের জন্যই এটা দুর্দান্ত। সকলে নিজেদের মতো করে সেরা দেওয়ার চেষ্টা করছে। তাতেই এমন ফলাফল হচ্ছে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন