বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট-ওয়াশ করেছে ভারত। শনিবার তৃতীয় ম্যাচ জিতেছে ১৩৩ রানে। একাধিক নজিরও গড়েছে। ম্যাচের পর ভারতীয় দলের তরফে বেছে নেওয়া হয়েছে 'ইমপ্যাক্ট ফিল্ডার'কে। সেই পুরস্কার জিতেছেন ওয়াশিংটন সুন্দর। একটি কারণে টেক্কা দিয়েছেন হার্দিক পাণ্ড্য এবং রিয়ান পরাগকে।। পুরস্কার তুলে দেওয়ার আগে ফিল্ডিং কোচ টি দিলীপ কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, প্রথম দাবিদার ছিলেন হার্দিকই। তাঁর ফিল্ডিংকে ' টপ গিয়ারে থাকা ফর্মুলা ওয়ান গাড়ির' সঙ্গে তুলনা করেন দিলীপ। রিয়ান দ্বিতীয় দাবিদার ছিলেন 'কঠিন ক্যাকে সহজ করে তোলার জন্য।'
রিয়ানকে নিয়ে দিলীপ বলেন, 'কঠিন কোণ থেকে দৌড়ে আসা বা রান বাঁচানোর পাশাপাশি কঠিন ক্যাচ সহজ ভাবে নিতে পারে রিয়ান। মাঠে এক শতাংশ সুযোগ হাতছাড়া হলেও ও যে ভাবে আক্ষেপ করে সেটা খুব ভাল লাগে।রিয়ান পরাগ তাই দ্বিতীয় দাবিদার।'
তবে 'বাউন্ডারি লাইনের ধারে নিখুঁত ফিল্ডিং'য়ের জন্য পুরস্কার জেতেন ওয়াশিংটন। চলতি সিরিজ়ে তিনটি ক্যাচ নিয়েছেন তিনি। বল হাতে ওভারপ্রতি মাত্র পাঁচ রান দিয়েছেন। দিলীপ বলেছেন, "অনুমানক্ষমতা এবং ফিল্ডিংয়ে আলাদা ঘরানা তৈরি করার ব্যাপারে ও ব্যতিক্রমী। দলে এলে প্রতিনিয়ত নিজেকে উন্নতি করার চেষ্টা করতে হয়। প্রতি বার ওয়াশিংটনের মধ্যে সেই চেষ্টা আমি দেখেছি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন