রেশন দুর্নীতি মামলায় এবার ইডির হাতে আরও বড় প্রমাণ। কেন্দ্রীয় তদন্তকারী দলের নজরে এবার আটটি মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস। গত সপ্তাহে তল্লাশি অভিযানে আট-আটটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ডিজিটাল ডিভাইস। একইসঙ্গে বাজেয়াপ্ত একাধিক কোম্পানি সংক্রান্ত নথি হাতে এসেছে তদন্তকারী দলের হাতে।
সূত্রের খবর, ইডির স্পেশাল প্রযুক্তি বিশেষজ্ঞরা ফোনগুলি পরীক্ষা করে দেখেন। মহেন্দ্র আগরওয়াল নামের বাঙুরের এক ব্যবসায়ী ও অন্য চারজন রেশন ডিলার ও চার জন ডিস্ট্রিবিউটারের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এই ফোন ও ডিজিটাল ডিভাইসগুলি
প্রসঙ্গত, গত সপ্তাহের বুধবার তল্লাশি অভিযানে নেমে ইডি আধিকারিকেরা কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সূত্রের খবর, মোট ১৪ জায়গায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক দল পৌঁছে যায় কলকাতার বাঙুরের এক ব্যবসায়ীর বাড়িতে। মহেন্দ্র আগরওয়াল নামে ওই ব্যবয়ায়ীর সঙ্গে রেশন বণ্টন দুর্নীতিতে কী যোগ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। বাঙুর এলাকাতেই ওই ব্যবসায়ীর দু'টি বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয় এবং তাতেই হাতে এসেছে একাধিক নথিও। সূত্রের খবর, ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকেরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন