আজ, শনিবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহী সফরকে সামনে রেখে একদিকে যেমন জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি শিবির, এর পাশাপাশি এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন। তা হল, আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে কী সাক্ষাৎ হবে অমিত শাহের? কারণ এই প্রশ্নটা এখন জোরালো হয়ে উঠতে শুরু করেছে একটি ইমেলের মাধ্যমে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশকে কেন্দ্র করে। আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি। শুধু এ রাজ্য বললে ভুল হবে। প্রতিবাদ হয়েছিল দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও। ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের লাগাতার অনশন আন্দোলন শেষ হতে না হতেই আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তাঁর বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেইল মারফত চিঠি লিখে অনুরোধ করেন যে, তাঁর সঙ্গে তিনি এবং তাঁর স্ত্রী দেখা করতে চান। যদিও এখনও পর্যন্ত অমিত শাহের দফতরের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারিভাবে সাক্ষাতের কোনও সূচি প্রকাশ করা না হলেও রাজ্য বিজেপি শিবিরের এক সূত্র মোতাবেক খবর, অমিত শাহের এই বঙ্গ সফরে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন