বেশকিছু পরিকল্পনা নিয়েছেন রোহিত শর্মারা। নিউ জিল্যান্ড সিরিজে রিজার্ভ ক্রিকেটার হিসাবে নেওয়া হয়েছে মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা, নীকীশ রেড্ডি ও প্রসিদ্ধ কৃষ্ণকে। তাঁদের অস্ট্রেলিয়া সফরেও নিয়ে যেতে চান রোহিত। ভারত অধিনায়ক চান, টেস্টের জন্য এই ক্রিকেটারদের তৈরি করতে। তাঁদের দলের সঙ্গে সবসময় রাখতে চান তিনি।বুধবার থেকে বেঙ্গালুরুতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু ভারতের। তার আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, "ওদের অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার কথা ভাবছি। ওদের দিকে নজর রাখতে চাই। ওদের মধ্যে অনেকে আগে চোটের সমস্যায় ভুগেছে। তাই ওদের তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। আমরা বেঞ্চের ক্ষমতা বাড়াতে চাইছি। আমাদের কাছে আট থেকে ন'জন বিকল্প আছে। ব্যাটিংয়ে আমাদের বিকল্পের কোনও অভাব নেই। বোলারদের ক্ষেত্রেও সেটাই করতে চাইছি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন