আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে ইতিমধ্যে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী এবং চিত্রপরিচালক অপর্ণা সেন। সরকারপক্ষকে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করার আবেদন জানিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে অভিনেত্রীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার শ্রীরামপুরের সাংসদ মন্তব্য করেন, "অপর্ণামাসিরা মনে করে তারাই মমতাকে গদিতে বসিয়েছে। মমতার কোনও দাম নেই।" এর পাশাপাশি জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে কল্যাণের দাবি, তাঁদের ভুলপথে চালিত করা হচ্ছে। সোমবার ১০ দিনে পড়েছে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন। তিন জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছ-জন জুনিয়র ডাক্তার এখনও অনশন করছেন। এ নিয়ে কল্যাণের খোঁচা, "এটা আমরণ অনশন কোথায়? ফাস্টিং আপটু হসপিটালাইজেশন হচ্ছে। এক জন অনশনে বসছে। তার পর হাসপাতালে চলে যাচ্ছে। রিলে অনশন হচ্ছে।" তার পরেই অপর্ণাকে নিশানা করেছেন কল্যাণ। ৬৭ বছরের সাংসদের মন্তব্য, "অপর্ণামাসিদের মতো মহিলারা এমন হাবভাব করছে, যেন ওদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্যালিবার নেই। এমন দু-এক জন বিবৃতি দিচ্ছে, যেন তারাই খেটেখুটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছে (ক্ষমতায়)। যেন ওদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে। তার নিজের কোনও দাম-ই ছিল না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন