প্রায় ২ বছর পর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিলেন তৃণমূলের হেভি-ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে ঘিরে উপচে পড়ল গ্রামবাসীদের ভিড়। সকলের সঙ্গে কথা বললেন অনুব্রত। যদিও, সম্পর্কিত কাকা প্রয়াত হওয়ায় মন্দিরে উঠলেন না তিনি। দূরে দাঁড়িয়েই প্রণাম করলেন। অনুব্রত মণ্ডল বলেন, "খুব ভালো লাগছে । কিন্তু, মন্দিরে উঠতে পারব না, অঞ্জলি দিতে পারব না। আমার কাকা মারা গিয়েছে তো তাই। সেই কারণে বাইরে থেকেই প্রণাম করলাম। গ্রামবাসীদের সঙ্গে কথা হল। এবার পুজো তো রাত্রে। পুজো খুব ভালো কাটাচ্ছি। ফাইন লাগছে।"গোরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে ২ বছর পর বোলপুরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। প্রতি বছর দুর্গাপুজোয় অনুব্রতর গ্রামের বাড়ি, অর্থাৎ নানুরের হাটসেরান্দি গ্রামে দুর্গাপুজোয় অংশ নিতেন তিনি। ২ বছর অনুব্রতকে ছাড়াই পুজো হয়েছে। এবার পুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল। মহাষ্টমীর দিন মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন তিনি। তবে সম্পর্কিত কাকা প্রয়াত হওয়ায় মন্দিরে উঠলেন না অনুব্রত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন