আরজি কর কাণ্ডের আবহে উত্তাল গোটা দেশ, দফায় দফায় এখনও রাজ্যে চলছে প্রতিবাদ। এমন আবহে রাজ্যের পুলিশ এবং সরকারি কর্মচারীদের জন্য কড়া নির্দেশিকা রাজ্যের মুখ্য সচিবের।
নির্দেশিকায় বলা হয়েছে, 'অফিস চলাকালীন নিজেদের কাজ, দায়িত্বের ওপরই মননিবেশ করুন।
শুধু তাই নয় পুলিশকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, "অকারণে অনুপস্থিত থাকলে, সরকারি কাজে কোন গাফিলতি বা গড়িমসি করলে তা সার্ভিস রুল অমান্য করছেন বলে দেখা হবে।" মুখ্যসচিবের এই নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন