প্রায় ২৫ দিনের যুদ্ধ শেষ। হাসপাতালেই প্রয়াত সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৯ অগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে অবস্থার অবনতি হয়।
প্রবীণ নেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধি। সোশাল মিডিয়ায় তিনি সীতারাম ইয়েচুরিকে তাঁর বন্ধু বলে উল্লেখ করেন। কংগ্রেস সাংসদ লেখেন, "সীতারাম ইয়েচুরিজি বন্ধু ছিলেন। আমাদের দেশ নিয়ে তাঁর গভীর জ্ঞান ছিল। ইন্ডিয়ার ধারণার রক্ষাকর্তা ছিলেন তিনি। আমাদের মধ্যে প্রায়শ দীর্ঘ আলোচনা হত। আমি সেটার অভাব বোধ করব। এই শোকার্ত সময়ে তাঁর পরিবার, বন্ধু, অনুসরণকারীদের প্রতি আমার সমবেদনা রইল।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন