বিধায়ক সত্যজিৎ খুনে অভিযুক্তের কয়েকজন বেকসুর খালাস পেয়েছে। সেই খবর জানতে পেরে বাকরুদ্ধ সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস। তিনি বলেন,"খুনের বদলা ফাঁসি, আদালত যদি এই রায় দিত তাহলে অভিযুক্তদের পরিবারের লোকজন বুঝতেন স্বজনহারার বেদনা কাকে বলে।'' এর পরে তিনি আরও বলেন,"দল ও আইন ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে... আশা করি আমার স্বামীর খুনিরা উপযুক্ত শাস্তি পাব।" তিনি আরও বলেন, "আমার স্বামী তো কোন দোষ করেনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন