ফের জেল হেফাজতে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয় রায়। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়কে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। তবে, এদিন সিবিআইয়ের ভূমিকায় তীব্র বিরক্তি প্রকাশ করেন শিয়ালদহ এসিজেএম। এদিন ভার্চুয়াল শুনানি শুরু হয় বিকেল ৪.১০ মিনিটে। শুরুতেই সঞ্জয়ের তরফে আইনজীবী জামিনের আবেদন করেন।
এরপরই সিবিআইয়ের আইনজীবী ও তদন্তকারী অফিসারের খোঁজ করেন বিচারক। কিন্তু অ্যাসিস্ট্যান্ট আইও আদালতে থাকলেও সিবিআইয়ের আইনজীবী সে সময় অনুপস্থিত ছিলেন। বিচারক সিবিআইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন, "আপনাদের আইনজীবী কোথায়?" সিবিআই অফিসার উত্তর দেন, "আসছেন।" বিচারক পাল্টা বলেন, "ফোন করুন।" এরপরই সিবিআই অফিসার কোর্ট রুমের বাইরে চলে যান। একটু পরে ফিরে আসেন। জানান, পিপি আসছেন। রাস্তায় আছেন।
শুনেই উষ্মা প্রকাশ করে বিচারক বলেন, "সাড়ে চারটে বেজে গেছে, এখনও আসছে! তাহলে কি এই কেসে বেল দিয়ে দেব? সিবিআইয়ের তরফে এটা চরম গড়িমসি। এটা অত্যন্ত দুঃখজনক। ১০ মিনিট সময় দিচ্ছি ডেকে আনুন।" এর কিছুক্ষণ পরে আসেন সিবিআইয়ের আইনজীবী। এরপর শুনানি শেষে সঞ্জয় রায়কে ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন