আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে বড়সড় তথ্য হাতে এল ইডি-র। সন্দীপ ঘোষের আত্মীয়র ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল ডাক্তারি পরীক্ষার উত্তরপত্রের কপি। এই কপি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা।
আর এখানেই প্রশ্ন উঠছে যে, ডাক্তারি পরীক্ষার উত্তরপত্রের কপি কীভাবে সন্দীপ ঘোষের আত্মীয়ের বাড়ি থেকে পাওয়া গেল ? উত্তরপত্রের কপি তো সংশ্লিষ্ট হাসপাতালের প্রশাসনিক দফতর কিংবা স্বাস্থ্যভবনে বা যত উপযুক্ত দফতরে থাকা উচিত। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা সন্দীপের ওই আত্মীয়ের খোঁজ পেয়েছেন। তাঁকে আজই সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন