আরজি কর দুর্নীতি মামলায় কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করল ইডি। দুর্নীতি মামলায় ইডি-র হাতে আটক হয়ে প্রসূন জানান, "আমি যা জানতাম, সব বলেছি।" প্রসূনকে সন্দীপের ক্যানিংয়ের বাংলোয় নিয়ে যাওয়া হয়েছে।
আরজি কর দুর্নীতির ঘটনায় আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআইয়ের দুর্নীতি দমন বিভাগের পাশাপাশি, আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আরজি করের তদন্তে নেমেছে। আর প্রথম দিনেই দক্ষিণ ২৪পরগনা সুভাষগ্রামের বাড়ি থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পার্সোনাল অ্যাসিসট্যান্ট বলে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করেছে ইডি।
প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে ক্যানিংয়ে থাকা সন্দীপ ঘোষের 'সঙ্গীতা-সন্দীপ ভিলা' নামের বাংলোতে নিয়ে যাওয়া হয়েছে। নথিপত্র সামনে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডি সূত্রে খবর, প্রসূন আগে কখনও সন্দীপের সঙ্গে এই বাংলোতে এসেছিলেন কি না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, আর যাঁরা সন্দীপের এই বাংলোয় এসেছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন