আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নতুন তথ্য সামনে এল। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন সিবিআই।
সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, গত ৯ অগস্ট ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের থেকে প্রথমে বিষয়টি জেনেছিলেন সন্দীপ। আর সন্দীপই নাকি সেদিন টালা থানার তৎকালীন ওসি-কে ফোন করে ঘটনাস্থলে যেতে বলেন। জানা গিয়েছে, এরপরে ঘটনাস্থলে যান অভিজিৎ মণ্ডল।
এখানেই সিবিআইয়ের প্রশ্ন, কেন পুলিশের একজন ওসি-কে ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ? এর পাশাপাশি এই বিষয়ে প্রশ্ন উঠেছে যে, কেন এত বড় ঘটনাটি টালা থানার তৎকালীন অফিসার ইনচার্জ লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকদের জানাতে দেরি করলেন ?
সিবিআই সূত্রে পাওয়া খবর, এবিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করলেও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দু'জনেই জিজ্ঞাসাবাদের সময় মুখে কুলুপ এঁটেছেন। তবে এবিষয়ে বিশদে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন