আর জি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে অংশ নিতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাঁর গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক হওয়ায় কোনওক্রমে গাড়িতে উঠে এলাকা ছাড়েন অভিনেত্রী।
উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রতিবাদে এর আগে শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় তীব্র বিতর্কের মুখেও পড়েন। নেটিজেনদের দাবি, শুধুমাত্র প্রচারের আলোয় আসতে অভিনেত্রী জলশঙ্খ বাজান। তবে বিতর্কের পরেও এর আগে মিছিলে অংশ নিতে দেখা গিয়েছিল ঋতুপর্ণাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন