চলতি বছর মার্চ মাসের পরে সেপ্টেম্বরে আবার টেস্ট খেলতে মাঠে নামছে ভারত। এবার প্রতিপক্ষ বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দুই টেস্টের সিরিজ। দীর্ঘ দিন পরে আবার লাল বলের ফরম্যাটে দেখা যেতে পারে বিরাট কোহলি ও ঋষভ পন্থদের। বিশ্রাম দেওয়া হতে পারে যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে। বাংলাদেশ সিরিজের আগেই হবে দলীপ ট্রফি। বোর্ড সূত্রে খবর, দলীপে নজর কাড়লেও ভারতীয় দলে খুব একটা বদল হবে না। বাংলাদেশের বিরুদ্ধে দলে কারা থাকবেন তা নাকি প্রায় বেছে নিয়েছেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর ও অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
বোর্ড সূত্রের খবর, আট মাস পরে আবার টেস্ট দলে ফিরতে চলেছেন বিরাট। চলতি বছর জানুয়ারি মাসের পরে তিনি আর টেস্ট খেলেননি। ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালই হবেন। তিন নম্বরে নামতে পারেন শুভমন গিল। নিজের পরিচিত চার নম্বরে খেলবেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট জার্সিতে অভিষেক হয়েছিল সরফরাজ খান ও দেবদত্ত পড়িক্কলের।
৬৩৪ দিন পরে আবার টেস্ট দলে ফিরতে পারেন পন্থ। গাড়ি দুর্ঘটনায় চোট পাওয়ার পরে সুস্থ হয়ে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। এ বার আবার লাল বলে দেখা যেতে পারে তাঁকে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে থাকতে পারেন ধ্রুব জুরেল। সে ক্ষেত্রে বাদ পড়তে হবে শ্রীকর ভরতকে।
ভারতের তিন স্পিনার-অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর পটেলও দলে থাকবেন। তাঁদের সঙ্গে চতুর্থ স্পিনার হিসাবে খেলতে পারেন কুলদীপ যাদব। দলীপে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে বাংলাদেশের বিরুদ্ধে বুমরাকে খেলানোর সম্ভাবনা প্রায় নযে। চোট সারিয়ে ফেরা শামিও বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না। মহম্মদ সিরাজ ও মুকেশ কুমারের খেলা পাকা। তৃতীয় পেসারের জন্য লড়াই হবে আকাশ দীপ ও আরশদীপ সিংহের মধ্যে। বাংলাদেশের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে অভিষেক হতে পারে আরশদীপের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন