আরজি কর-কাণ্ডে ফের সামনে এল বড়সড় রহস্য। হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের নজরে সেক্টর টুয়ের একটি হোটেল। ওই হোটেল কর্তৃপক্ষকে ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে সিবিআই।
এই বিষয়ে সিবিআইয়ের তরফ থেকে জানা যাচ্ছে, ৯ অগস্টের ওই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেই মোবাইল ফোনের সূত্র ধরেই সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, এক ব্যক্তি বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে সেক্টর টুয়ের ওই হোটেলে বুকিং করেছিলেন। পরে ১০ তারিখ তিনি হোটেল ছেড়ে বেরিয়ে যান।
প্রশ্ন উঠতে শুরু করেছে এই ব্যক্তির পরিচয় কী? কেনই বা তিনি সেই দিনই হোটেলে উঠলেন ? এবং এত বড় ঘটনা ঘটার পর তিনি তারপরের দিনই কীভাবে হোটেল ছেড়ে বেরিয়ে গেলেন ? এই প্রকারের একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারণেই গতকাল সিবিআইয়ের তরফে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। আজ তাঁদের হোটেলের রেজিস্টার নিয়ে আসতে বলা হয়েছিল। সেইমতো আজ সকালে সংশ্লিষ্ট হোটেলের রেজিস্টার খাতা ও অন্যান্য নথি নিয়ে সিবিআই দফতরে এসে সেগুলি জমা দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষের তরফে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন