পুজোর মুখে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহ জুড়ে আবার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। বুধবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি।
হাওয়া অফিস জানাচ্ছে, মধ্য বঙ্গোপসাগরের উপরে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে রয়েছে সেই ঘূর্ণাবর্ত। তার প্রভাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপের জেরেই বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জেলায় এমনই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন