রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 'হুমকি সংস্কৃতি' বা থ্রেট কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। উত্তরবঙ্গের একটি বিশেষ গোষ্ঠী (লবি)-র বিরুদ্ধে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে হুমকি দেওয়ার অভিযোগ বার বার সামনে এসেছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ।
আরজি কর-কাণ্ডের আবহে অভিযোগ উঠেছে, উত্তরবঙ্গ, বর্ধমান এবং মালদহ-সহ রাজ্যের কয়েকটি হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আরও অভিযোগ, এই হুমকির শিকার হচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। ওই হাসপাতালগুলিতে একটি বিশেষ গোষ্ঠীর লোক এই ধরনের কাজ করছেন। পুরো বিষয়টির তদন্ত চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন অর্চিষ্মান ভট্টাচার্য। আদালতের কাছে তাঁর আবেদন, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এ সবের তদন্ত করা হোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন