আর মাত্র এক মাস পরেই পুজো। যদিও আরজি কর কাণ্ডের নৃশংসতায় থমথম করছে গোটা বাংলা। প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীর দেওয়া পুজো অনুদান একে একে ফিরিয়েছে রাজ্যের বিভিন্ন ক্লাব ও পুজো কমিটি। সেই প্রবণতাকে উদ্দেশ্য করে অনুদান নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।
কুণাল বললেন, "আরজি কর ন্যায়বিচার চাই। অনুরোধ করছি, এর সঙ্গে পুজো অনুদান মেশাবেন না।" কারণ হিসাবে পুজোর অর্থনীতি ক্ষতিগ্রস্থ হওয়ার কথা বললেন কুনাল। তাঁর কথায়, "পুজো অর্থনীতি এতে যুক্ত থাকে। তা সত্ত্বেও কয়েকটি ক্লাব বলছেন অনুদান নেবেন না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন