ফের জুনিয়র চিকিৎসকদের কাছে মুখ্য সচিবের চিঠি। বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের জন্য ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যসচিবের চিঠিতে চিকিৎসকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এটাই শেষবার। এরপর আর কোন বৈঠক হবে না।
গত শনিবার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মুখ্যসচিবকে চিঠি দিয়ে আলোচনার আবেদন জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই আলোচনা লাইভ স্ট্রিমিং বা উভয় পক্ষের ভিডিয়োগ্রাফির প্রশ্নে একমত না-হওয়ায় ভেস্তে যায়।
এদিকে আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় শনিবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ছাড়াও এই মামলায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে সিবিআই বারবার ঘটনার তথ্যপ্রমাণ লোপাট করার দাবি করেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন