বিশ্বের এক নম্বর টেস্ট বোলার ফের বুঝিয়ে দিলেন যে, তিনি নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার। তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারত-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু। বৃহস্পতিবার চেন্নাইয়ের চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনের খেলা হয়ে গেল। দুই সেশনে দাপট দেখিয়েও পিছিয়ে পড়ল বাংলাদেশ। ভারতের টপ অর্ডারের চূড়ান্ত ব্য়র্থতার দিনে জ্বলে উঠলেন দুই রবি-অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
অশ্বিন তাঁর কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়ে গেলেন। বুঝিয়ে দিলেন আবারও যে, বিশ্বের এক নম্বর টেস্ট বোলার প্রয়োজনে ব্যাট হাতেও আগুন জ্বালাতে পারেন। ১০টি চার ও জোড়া ছক্কায় অশ্বিনের অপরাজিত ১০২ রানের ইনিংস ছিল বাঁধিয়ে রাখার মতো। ঘরের মাঠে ভূমিপুত্রই হিরো হয়ে গেলেন।
১৪৪ রানে ৬ উইকেট চলে যাওয়া দলটিকে খাদের কিনারা থেকে টেনে তুললেন অশ্বিন-জাদেজা। তাঁরা সপ্তম উইকেটে যোগ করলেন ১৯৫ রান। দিনের শেষে অশ্বিন ১০২ রানে ও জাদেজা ৮৬ রানে অপরাজিত আছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন